২ জুলাই, ২০২০ ২১:১৭

খুলনায় বেসরকারি হাসপাতালেও করোনা চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় বেসরকারি হাসপাতালেও করোনা চিকিৎসা

খুলনায় করোনা চিকিৎসায় দুই বেসরকারি হাসপাতালকে প্রস্তুত থাকতে চিঠি দিয়েছেন জেলা সিভিল সার্জন। এর মধ্যে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি ও ইসলামী ব্যাংক হাসপাতালে ৩০টি শয্যা প্রস্তুত রাখতে বলা হয়েছে। 

আগামী রবিবার থেকে সেখানে করোনা রোগী ভর্তি করা হতে পারে। জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, সরকারি হাসপাতালের চিকিৎসকদের সাথে সমন্বয় করেই সেখানে চিকিৎসা দেওয়া হবে।

জানা যায়, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর ভয়াবহ চাপ বেড়েছে। ১০০ শয্যার হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় ১১ জন করোনা রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালে রোগী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর