৪ জুলাই, ২০২০ ১৫:২৬

সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী প্রকাশক লুৎফর রহমান আর নেই

অনলাইন ডেস্ক

সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী প্রকাশক লুৎফর রহমান আর নেই

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক ও সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী বিশিষ্ট প্রকাশক লুৎফর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর বড় মগবাজার নিজ বাসায় তার মৃত্যু হয়। লুৎফর রহমান চৌধুরী কিছু দিন থেকে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। পেশাগত কারণে লুৎফর রহমানের স্ত্রী মালয়েশিয়ায় অবস্থান করছেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

শাহবাগ আজিজ মার্কেট বইপাড়া হিসেবে গড়ে ওঠার পেছনে যে কয়জন প্রকাশকের অনন্য অবদান রয়েছে, লুৎফর রহমান তাদের একজন। তার মালিকানাধীন সন্দেশ প্রকাশনীর শোরুম ছিল আজিজ মার্কেটে। সন্দেশ নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন তিনি।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, সন্দেশ প্রকাশনীর মধ্য দিয়ে লুৎফর রহমান বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে অনুবাদ সাহিত্যে তার অবদান চিরস্মরণীয়। সন্দেশ প্রকাশনী থেকে বিশ্বসাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ বই প্রকাশ হয়েছে এবং বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ বই অনুদিত হয়েছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর