৫ জুলাই, ২০২০ ১৮:৪৩

খুলনায় ঘরে বসে ওষুধ ক্রয়ের সুযোগ, অ্যাপ চালু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ঘরে বসে ওষুধ ক্রয়ের সুযোগ, অ্যাপ চালু

খুলনায় করোনা পরিস্থিতিতে ঘরে ঘরে প্রয়োজনীয় ওষুধ, ব্যক্তিগত সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে অনলাইনভিত্তিক মোবাইল অ্যাপস্ ‘Online Medicine Mart, Khulna’ চালু করেছে জেলা প্রশাসন। রবিবার খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অ্যাপটির উদ্বোধন করেন। 

এর মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে ওষুধ সামগ্রী সংগ্রহ করা যাবে। প্রথমে অ্যাপটি ডাউনলোড দিয়ে ব্যবহারকারীকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। এছাড়া ব্যবহারকারীকে ওষুধ ক্রয় করতে লাইসেন্সধারী চিকিৎসকের প্রেসক্রিপশন আপলোড করতে হবে। তবে ওষুধ ব্যতিত চিকিৎসা সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে প্রেসক্রিপশন প্রয়োজন হবে না। 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার, খুলনার সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ উপস্থিত ছিলেন। 

 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর