সম্পূর্ণ সুস্থ আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার একান্ত সহকারী মোকছেদুর রহমান আবির বলেন, স্যার সুস্থ আছেন। বাসায় আছেন। তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি।
তিনি আরও বলেন, স্যার সকলের কাছে দোয়া চেয়েছেন। স্যারের শারীরিক সুস্থতা নিয়ে কেউ কোনো ধরনের গুজব ছড়াবেন না। এ বিষয়ে কারো কিছু জানার থাকলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
উল্লেখ্য, রবিবার রাতে ফেসবুকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন