৬ জুলাই, ২০২০ ১৬:১২

পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে বরিশালে মানববন্ধন

সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং স্বাস্থ্যখাতে দুর্নীতি, অব্যবস্থাপনা লুটপাট বন্ধ করে বিনামূল্যে সবার জন্য করোনা পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রমৈত্রী। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বরিশাল নগরীর সদররোডে জেলা ও মহানগর ছাত্রমৈত্রীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মহানগর ছাত্রমৈত্রী সভাপতি শামিল শাহরুখ তমালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. জাকির হোসেন, ছাত্রমৈত্রীর  কেন্দ্রীয় সহসভাপতি সুজন আহমেদ, জেলা ছাত্রমৈত্রী সভাপতি মিন্টু দে ও মহানগর সদস্য আল সামু রাব্বি প্রমুখ।

এ সময় বক্তারা রাষ্ট্রীয় পাটকল বন্ধ না করে আধুনিকায়ন করে পুনরায় চালু করার দাবি জানান। একই সাথে দেশের স্বাস্থ্যখাতে চরম দুর্নীতি, অব্যবস্থাপনা প্রতিরোধ করে বিনামূল্যে সবার জন্য করোনা পরীক্ষা নিশ্চিত করার দাবি জানান। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ছাত্রমৈত্রী আন্দোলন চালিয়ে যাবে বলে হুশিয়ারী দেন বক্তারা। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর