গাজীপুর মহানগরের পেয়ারাবাগান এলাকায় ভেজাল হলুদ মরিচ কারখানায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের দুই মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, ক্ষুদ্র পরিসরের এই কারখানাটিতে হলুদ, মরিচ গুড়োতে কাঠের গুড়ো, জর্দার রঙ ও কাপড়ের রঙ মিশিয়ে সেই মসলা বাজারজাত করা হতো। এসব মশলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। ভোক্তা অধিকার সংরক্ষন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী আটককৃতদের ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঈদুল আযহায় মশলার উচ্চ চাহিদার কথা বিবেচনায় অধিক মুনাফার আশায় এ কারখানা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এ অভিযানে সেনেটারী ইন্সপেক্টর, আনসার ও বাসন থানার পুলিশ সহযোগীতায় ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল