রাজধানীর মালিবাগ মোড়ে একটি ভবনের লিফ্টের ফাঁকা জায়গা দিয়ে পড়ে গিয়ে সুমন দেবনাথ (২৫) নামের এক লিফ্টম্যানের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
তার বাড়ি সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলায়। অবিবাহিত সুমন থাকতেন মালিবাগ মোড়ের ৮০/এ নম্বর বাসায়।
এদিকে মোহাম্মাদপুর কাঁটাসুর এলাকার একটি বাসায় অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে খুকু মনি বৃষ্টি (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ভোরে তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার স্বামী সেনেটারি মিস্ত্রী সেলিম মিয়া জানান, ৩ সন্তান নিয়ে কাঁটাসুরে ভাড়া থাকেন তারা। তাদের বাড়ি ভোলা বোরহানউদ্দিন উপজেলায়।
সেলিম দাবি করেন, তার স্ত্রী বৃষ্টি রাতে মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে ড্রয়িংরুমের সোফায় ঘুমিয়ে ছিলেন। ভোরে দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল