রাজধানীর রামপুরা এলাকা থেকে ১৬টি মামলার আসামি সন্ত্রাসী ইব্রাহিম খান তুষার ওরফে ভাগিনা তুষারকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বনশ্রী এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওই সময়ে সে একটি ছেলেকে জিম্মি করে তার পরিবারের কাছে চাঁদা দাবি করছিল। রাজধানীর ৪৬০ ডিআইটি রোডের পশ্চিম রামপুরার স্থায়ী বাসিন্দা তুষার।
রামপুরা থানা পুলিশ বলছে, ভাগিনা তুষারের বিরুদ্ধে রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ ১৬টি মামলা রয়েছে। সে এসব এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে অস্ত্রের মাধ্যমে নিরীহ মানুষকে জিম্মি করতো। এরপর ভুক্তভোগী বা তাদের স্বজনদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিতো। সে এসব এলাকার ত্রাস হিসেবে চিহ্নিত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ