বরিশাল নগরীর একটি মিষ্টির দোকান এবং বেকারীতে স্বাস্থ্যহানীকর খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
নগরীর কাকলীর মোড়, নতুন বাজার ও বিসিক কাউনিয়া এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে ফেস্টুন বিতরণকালে ফেস্টুনে উল্লিখিত বিভিন্ন নির্দেশনা পালনের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নতুন বাজার এলাকায় দধিঘর এন্ড সুইটস ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যহানীকর দই, মিষ্টি, ঘি বিক্রির দায়ে ২৫ হাজার টাকা এবং বিসিক এলাকায় ঢাকা ফ্রেশ ব্রেড এন্ড বেকারীকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান এবং মেট্রোপলিটন পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।
বিডি প্রতিদিন/আল আমীন