রাজধানীর দক্ষণখানে বাসার ছাদের পানির ট্যাংকি থেকে পড়ে শাহরিয়ার রশিদ জুনাস (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
মৃত রশিদ জুনাসের দাদা রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জুনাসের বাবার নাম মামুনুর রশিদ ও মা শাহিন আক্তার। আশকোনায় মাসকট স্কুলের ৩য় শ্রেণির ছাত্র ছিল সে। তারা দক্ষিণখান পূর্ব গাওয়াইল এলাকায় একটি বাসায় ভাড়া থাকে।
শুক্রবার বিকেলে রশিদ জুনাস আরও কয়েকজন বাচ্চার সাথে বাসার ছাদে যায় খেলতে। ছাদের উপরে একপাশে পানির ট্যাংকি বসানো। জুনাস সেই ট্যাংকির উপরে উঠে খেলছিল। কিছুক্ষণ পর তার সঙ্গের বাচ্চারা ছাদ থেকে চলে এলেও সে তখনও ছাদেই খেলছিল।
এর কিছুক্ষণ পর পড়ে যাওয়ার শব্দ শুনে পাশে কাজ করা রাজমিস্ত্রীরা সেখানে গিয়ে দেখেন জুনাস রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে ধরাধরি করে প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় জুনাসের মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক