হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। ওই যাত্রীর নাম খোরশেদ আলম। রবিবার বিকালে তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেদ্দা থেকে আসা সৌদি এয়ারলাইনসের যাত্রী খোরশেদ আলমকে তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে বিশেষ কৌশলে লুকানো একটি গোল্ড প্লেট পাওয়া যায়। এর ওজন এক কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। আটক যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানা সহকারী কমিশনার সোলাইমান হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার