২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৫৪

আবার সরব হচ্ছে বরিশালের সাংস্কৃতিক অঙ্গন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আবার সরব হচ্ছে বরিশালের সাংস্কৃতিক
অঙ্গন

করোনার ধকল কাটিয়ে আবার সরব হচ্ছে বরিশালের সাংস্কৃতিক অঙ্গন। দীর্ঘ ৬ মাসের স্থবিরতা কাটিয়ে শুক্রবার সন্ধ্যায় নগরীর শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘বৈশাখিনী’ মঞ্চস্থ করার মধ্য দিয়ে প্রান ফিরছে সাংস্কৃতিক অঙ্গনের। নগরীর সদর রোডের লুকাস বিল্ডিংয়ে শব্দাবলী স্টুডিও থিয়েটারে দর্শনীর বিনিময়ে এই নাটক উপভোগ করা যাবে। তবে অনুসরণ করা হবে স্বাস্থ্য বিধি। 

নাটকটি রচনা করেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার চন্দন সেন। নবনাট্যরূপ দিয়েছেন মাহফুজা হিলালী এবং নির্দেশনা দিয়েছেন নাট্যকার সৈয়দ দুলাল।

শব্দাবলীর সভাপতি সৈয়দ দুলাল জানান, করোনার কারণে দীর্ঘদিন সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ ছিল। শুধুমাত্র অনলাইন ভিত্তিক কিছু প্রোগ্রাম চালু ছিল। এই মহামারীতে মানুষের বিনোদন প্রয়োজন। মানুষের চাহিদার বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত নাটক মঞ্চায়নের কাজ শুরু হয়েছে। তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক এই নাটক উপভোগ করার জন্য সকলের প্রতি আহবান জানান। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর