২৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:৪১

টিকিটের জন্য আজও সৌদি প্রবাসীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

টিকিটের জন্য আজও সৌদি প্রবাসীদের বিক্ষোভ

ফাইল ছবি

টোকেন ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে টিকিটের দাবিতে আজও বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। আজ সকালে রাজধানীর কারওরান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনের সড়কে তারা অবস্থান নেন।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কর্তৃপক্ষের শিডিউল অনুযায়ী, আজ যাদের টোকেন নম্বর ১৯০০ থেকে ২৩০০, শুধুমাত্র তাদেরই টিকেট দেয়া হবে। তবে ৩ হাজারের পরের সিরিয়ালের টোকেন নম্বর যাদের, তারাও টিকিটের জন্য সকাল থেকে ভিড় করেছেন।

এদিকে প্রবাসীদের ফেরাতে ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইন্সই। এছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির ৩ শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে।

আজ টোকেনধারী আরও ৫০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। যেসব প্রবাসী রিটার্ন টিকিট করে সৌদি আরব থেকে দেশে এসে করোনার কারণে আটকা পড়েন, তারাই এ টিকিট পাচ্ছেন।

এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, সোমবার ১৯০১ থেকে ২৩০০ পর্যন্ত টোকেনধারীকে ডাকা হয়েছে। এ ৫০০ জনই সোমবার টিকিট পাবেন। সকাল ১০টার দিকে সোমবারের টিকিট বিক্রি শুরু হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর