সাভারে চাঁদাবাজির মামলায় আটক বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ও তার ভাই মিরাজকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
পুলিশ জানায়, বিরুলিয়া এলাকায় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি একটি বহুতল বাড়ি নির্মাণ করছিলেন। পরে ওই ব্যক্তির কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। পরে ওই ব্যক্তি মঙ্গলবার রাতে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে আসামী করে সাতজনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার রাতেই ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ও তার ভাই মিরাজকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করে পুলিশ। পরে গতকাল বিকেলে ইউপি চেয়ারম্যান সুজন ও তার ভাইকে আদালতে উঠালে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
এদিকে ইউপি চেয়ারম্যানকে চাঁদাবাজির মামলায় আটক করায় বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/হিমেল