রাজধানীর হাতিরঝিলের রামপুরা ব্রিজ সংলগ্ন লেক থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার মরদেহের পরিচয় পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে থাকা এই যুবকের মরদেহ আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শনাক্ত করেন তার এক স্বজন।
গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করেছিল হাতিরঝিল থানা পুলিশ।
যুবকের পরিচয় সম্পর্কে পুলিশ জানিয়েছে, লাশ হওয়া ওই যুবকের নাম আজিজুল ইসলাম মেহেদী। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামে। তার বাবার নাম ফখরুল ইসলাম। মেহেদী চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।
হাসপাতালে গিয়ে যুবকের পরিচয় শনাক্ত করে তার মামাতো ভাই সাফায়েত উল্লাহ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মেহেদী চট্টগ্রাম থেকে গত শনিবার বিকাল ৫টার দিকে ঢাকায় আসে। চাকরির ইন্টারভিউ ও আরও কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়েছিল সে। ঢাকায় আসার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। আজ ভোর ৬টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মোবাইল ফোনে আমাদের একটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের কথা জানায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে মরদেহ দেখতে বলে। এরপর মেডিকেলে গিয়ে তার লাশ শনাক্ত করি।'
তিনি বলেন, কে বা কারা কী কারণে মেহেদীকে হত্যা করেছে, তা জানি না।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ