নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) ২০২০-২১ অর্থবছরের জন্য ৭৫৫ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেট গত অর্থবছরের চেয়ে ১১৪ কোটি টাকা কম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনে বাজেট ঘোষণা করেন এনসিসির মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে রাস্তা-ড্রেন-গভীর নলকূপ স্থাপন খাতে। গত অর্থবছরে বাজেট ছিল ৮৭০ কোটি ৩৯ লাখ টাকার।
এবারের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৫৮ কোটি ৬৬ লাখ টাকা আয় ধরা হয়েছে। রাস্তা ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষ রোপন, দারিদ্র্য বিরোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরীত্রাণ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরষন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধূলার মানোন্নয়ন, স্ট্রীট লাইট স্থাপনসহ পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
এদিকে, এডিবি, সিজিপি, এমজিএসপি, এডিপি প্রকল্প সহায়তার মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও পুনঃনির্মাণ, পরিবেশ সংরক্ষণ এবং সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো খননের মাধ্যমে জলাশয় সংরক্ষণে বরাদ্দ রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল