করোনায় আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও তার সহধর্মিণী ডা. শায়লা সাগুফতা ইসলাম হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সস্ত্রীক হাসপাতালে ভর্তি হন মেয়র আতিক।
এছাড়া মেয়র আতিকের একান্ত ব্যক্তিগত সহকারী এপিএস-২ রিশাদ মোর্শেদকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (১২ অক্টোবর) সকালে মেয়র আতিক সস্ত্রীক করোনা পজিটিভ বলে জানানো হয়। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন তারা। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল