সাভারের আশুলিয়ায় নিখোঁজের তিন দিন পর আসিফ খান নামের ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতাসুতি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসিফ একই এলাকার জুয়েল রানার ছেলে। সে স্থানীয় দিপারোজ স্কুলে দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।
নিহতের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আসিফ গত ১০ অক্টোবর নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা। পরে ওই এলাকায় মঙ্গলবার একটি শ্রমিক কলোনির পাশে আসিফের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, রাতে আশুলিয়ায় কলতাসুতিতে শিশু আসিফ খানকে হত্যাকাণ্ডের ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে আটককৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ