রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে যাত্রাবাড়ী থানার কাজলা ব্রীজ সংলগ্ন একতা ডাবের আড়ৎয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. আমিনুল ইসলাম বাপ্পি ও মো. আবু কাউছার খাঁ। এসময় তাদের কাছ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দলের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলা ব্রীজ সংলগ্ন একতা ডাবের আড়ৎয়ের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাধ্যমে উক্ত গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ