বিয়ের এক দিন পর সাভারের আনন্দপুর এলাকা থেকে আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দৌলতপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ আনন্দপুর এলাকার গেদু কমিশনারের বাড়িতে ভাড়া থাকতো।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাভারের আনন্দপুর এলাকার গেদু কমিশনারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার (১২ অক্টোবর) সাভারের ব্যাংক কলোনি এলাকায় বিউটি আক্তারে সাথে আনোয়ারের বিয়ে হয়৷
নিহতের স্ত্রী বিউটি জানান, তাদের বিয়ে হয়েছে সোমবার। মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হয় আনোয়ার। পরে আনন্দপুর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীরা। এসময় হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদ বলেন, আনোয়ারের কিভাবে মৃত্যু হয়েছে সেটা বলা যাচ্ছে না। আনোয়ারের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ