রাজধানীর পল্লবীতে সাড়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিয়াউর নামে ২৯ বছর বয়সী অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শিশুটির বাবা-মা পোশাক কারখানায় কাজ করেন। বিকালে বাসায় শিশুটি একা ছিল। তখন ধর্ষণে অভিযুক্ত জিয়াউর শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির বাবা-মা বাসায় এসে ঘটনা জানতে পারেন।
পরে শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। এরপর সন্ধ্যায় জিয়াউরকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ