ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের বাকি আর দুই দিন। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম নির্বাচনী এলাকা। এই আসনে প্রচারে এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। তবে প্রচারণায় অনেকটাই পিছিয়ে ধানের শীষের প্রার্থী।
দলীয় মনোনীত প্রার্থীকে জেতাতে দিন-রাত এক করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন। হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া এই উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন দেয়া হয় কাজী মনিরুল ইসলাম মনুকে। এ আসনে এবার নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন ২০ জন। যার মধ্যে কামরুল হাসান রিপনও হেভিওয়েট প্রার্থী ছিলেন। নিজে মনোনয়ন না পেলেও দলের হাই-কমান্ডের নির্দেশ মেনে শুরু থেকেই মনিরুল ইসলাম মনুর সঙ্গে একাত্মতা প্রকাশ করে নৌকার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের এই শীর্ষ নেতা। সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন কামরুল হাসান রিপন।
প্রচারণার শুরু থেকেই মনিরুল ইসলাম মনুকে সঙ্গ দেন সাবেক তুখোড় এই ছাত্রনেতা। এই সময়ে ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী, ডেমরা এবং কদমতলী (আংশিক) থানার ১৪টি ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেন কামরুল হাসান রিপন। কখনও কখনও মনুকে সঙ্গে নিয়ে আবার কখনও কখনও তার নেতাকর্মীদের নিয়ে এককভাবেই গণসংযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি। এই সময়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ইতিবাচক দিকগুলো জনসাধারণের কাছে তুলে ধরে নৌকা প্রার্থীর জন্য ভোট চান তিনি।
গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা, ধোলাইপাড়, দনিয়া, শনির আকড়া, জিয়া সরণি রোড, মেরজা নগর, রায়েরবাগসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন তিনি।
এলাকা ঘুরে জানা গেছে, নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন কামরুল হাসান রিপন। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিলি করছেন তিনি।
কামরুল হাসান রিপন বলেন, ‘সুষ্ট নির্বাচন হলে অতীতের মতো এবারও ঢাকা-৫ আসনে নৌকার জয় নিশ্চিত। কেননা, প্রচারণার সময় অত্র এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে মিশেছি এবং তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করেছি। অত্র এলাকার উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপক ভূমিকা। সেজন্যই তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও নৌকার উপর ভরসা রাখবে।’
বিডি প্রতিদিন/আরাফাত