ধর্ষণ রোধ করতে দেশের সকল নারী-পুরুষকে দৃষ্টি অবনত রাখার আহ্বান জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘যিনা ব্যভিচার ও ধর্ষণবিরোধী সমাবেশ’ থেকে এই আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম হাসিবুর রহমান।
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক নুরুল করিম আকরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আলামিন হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন