গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ছয় জনকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযানকালে আদালত আড়াই হাজার অবৈধ আবাসিক সযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারন করেন। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুয আলম জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাজীপুরের শ্রীপুর উপজেলার আনছার রোড, শ্রীপুর, গাজীপুর এলাকায় ৯ম বারের মতো অবৈধভাবে স্থাপিত ৩/৪", ১" ও ২" ব্যাসের ৫ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৫০০ মিটার পাইপ লাইন অপসারণ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় এক হাজারটি বাড়ির আনুমানিক দুই হাজার পাঁচশ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।
তিনি বলেন, অভিযান পরিচালাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ গ্যাস ব্যবহার করার দায়ে আরিফুল ইসলামকে ২০ হাজার, মৌসুমীকে ২০ হাজার, খুরশেদাকে ২৫ হাজার, সাবিনা ইয়াসমিনকে ১৫ হাজার, রাকিব মিয়াকে ৫ হাজার ও জসিম উদ্দিনকে ২০ হাজার করে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাংক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনা দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুয আলম, তিতাসের ভালুকা আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌ. মো. দেলোয়ার হোসেন, তিতাসের গাজীপুরের উপ-ব্যবস্থাপক প্রকৌ. এস. এম. আবু সুফিয়ান, আবদুল্লাহ হাসান আল মামুন ও প্রকৌ. মির্জা শাহনেওয়াজ লতিফ, মো. বদিউজ্জামান, মো. জুয়েল রানা, আব্দুল আলীম রাসেল এবং উপ-সহকারী প্রকৌশলী মো. সাবিনুর রহমানসহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ