আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের আশু রোগমুক্তি কামনায় সবুজবাগ বরদ্বেশ্বরী কালিমন্দিরে প্রার্থনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। প্রার্থনা সভার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।
আজ বুধবার দুপুরে উক্ত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাস। এসময় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জোটনেত্রী তানভীন সুইটি, চিত্রনায়িকা শাহনুর।
পরে প্রার্থনা সভায় হিন্দু নর-নারী অংশগ্রহণ করেন। তারা করোনায় আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের আশু রোগমুক্তি কামনা করেন।
প্রার্থনা সভার পর লায়ন চিত্তরঞ্জন দাসের সার্বিক সহযোগিতায় ২ হাজার গরীব-অসহায় মানুষের মাঝে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা