২২ অক্টোবর, ২০২০ ১৬:২৮

১১ দফা দাবিতে নৌ-শ্রমিকদের তৃতীয় দিনের ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

১১ দফা দাবিতে নৌ-শ্রমিকদের তৃতীয় দিনের ধর্মঘট চলছে

নৌযান শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা বৃদ্ধি, খাদ্য ভাতা প্রদান, নৌপথে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং ভারতগামী জাহাজের শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদানসহ ১১ দফা দাবিতে পণ্য ও জ্বালানীবাহি নৌযানে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। 

আজ বৃহস্পতিবার তৃতীয় দিনেও নৌযান শ্রমিকরা ধর্মঘট করায় বরিশাল নদী বন্দরের আশপাশে কীর্তনখোলা নদীতে নোঙ্গর করে রয়েছে অর্ধ শতাধিক পণ্য ও জ্বালানীবাহি জাহাজ।

এ কারণে পণ্য ওঠা-নামা বন্ধ রয়েছে। পণ্য সরবরাহ বন্ধ থাকায় বাজারে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে যাত্রীবাহী জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। 

ধর্মঘটরত শ্রমিকরা তাদের ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা বলেন। তবে অবিরাম বৃষ্টির কারণে আজ বৃহস্পতিবার নৌযান শ্রমিকরা কোনো বিক্ষোভ মিছিল করেননি।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর