ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারীকে ইয়াবাসহ আটক করেছে চকবাজার থানা পুলিশ। আটক আসামির নাম শফিকুল ওরফে ওয়ার্ড বয় শফিকুল।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর চকবাজার থানাধীন হোসনী দালানের সামনের রাস্তা থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তল্লশী চালিয়ে তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, আটক আসামি শফিকুলকে হোসনী দালানের সামনের রাস্তায় পুলিশ তল্লাশী করলে তার কাছ থেকে ৪ পিস ইয়াবা পাওয়া যায়। আমরা ধারণা করছি এসব ইয়াবা তিনি সেবনের জন্য সঙ্গে রেখেছিল।
তিনি আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শফিকুল জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি সরকারি নিয়োগপ্রাপ্ত একজন ওয়ার্ড বয়। হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে তিনি কর্মরত। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ