২৬ অক্টোবর, ২০২০ ১৪:০৮

বরিশালে ৩৬ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ৩৬ জেলেকে জরিমানা

বরিশালের বিভিন্ন নদীতে নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তরের অভিযানে আটক ৩৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার পরিচালিত এ অভিযানে ১ লাখ ৬ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১শ’ কেজি ইলিশ জব্দ করা হয়। ওইদিন রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দন্ডাদেশ দেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ গত রবিবার দিনভর মেঘনা, তেতুলিয়া, কালাবদর, সন্ধ্যা, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৬ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১শ’ কেজি ইলিশ মাছ সহ ৩৬জন জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ৮ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করে। 

জব্দকৃত জাল কীর্তনখোলা নদীর তীরবর্তী রসুলপুর চরে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর