ডা. মোহাম্মদ মুরাদুল ইসলাম (মুরাদ) এবং ডা. সুমন কুমার সেন ২৮তম বিসিএস( স্বাস্থ্য) ফোরামের নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অনলাইনভিত্তিক এই নির্বাচন আজ বুধবার ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে ৭৪৫ জন ক্যাডার অফিসারের মধ্যে ৫৪৯ জন ভোট প্রদান করেন।
গণতান্ত্রিক জয়বাংলা পরিষদ মনোনীত ডা. মুরাদ এবং ডা. সুমন প্যানেল ৫২০ ভোট পেয়ে পূর্ণ প্যানেলে নির্বাচিত হন। অন্যদিকে, প্রতিপক্ষ প্যানেল ১৩ ভোট পায়। তবে ১৬টি ভোট অসম্পূর্ণ হওয়ায় তা বাতিল করা হয়। নবনির্বাচিত ৬৩ সদস্য বিশিষ্ট এই কমিটি
আগামী ২০২২ সাল পর্যন্ত সংগঠন পরিচালনা করবেন।
বিডি-প্রতিদিন/শফিক