৩০ অক্টোবর, ২০২০ ১৪:০৩

রিফাত হত্যা; ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে বরিশাল কারাগারে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রিফাত হত্যা; ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে বরিশাল কারাগারে স্থানান্তর

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ পুরুষ আসামিকে বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রিয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার বেলা ১২টা ১৫ মিনিটে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি বিশেষ প্রিজনভ্যান ওই ৩ আসামিকে নিয়ে বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রবেশ করে। বরিশাল কেন্দ্রিয় কারাগারের জেলার মো. শাহে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

যাদের বরিশাল কেন্দ্রিয় কারাগারে আনা হয়েছে তারা হলেন আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় এবং মো. হাসান।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর দুই সহোদর মো. রাকিবুল হাসান রিফাত ফরাজী ও মোহাইমিনুল ইসলাম শিফাতের বিরুদ্ধে বরগুনায় অন্য মামলা চলমান থাকায় তাদের বরগুনা জেলা কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা কারাগার কর্তৃপক্ষ।  

এদিকে এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরেক আসামি আয়শা সিদ্দিকা মিন্নিকে গত বৃহস্পতিবার কাশীমপুর কারাগারে পাঠানো হয়। 

কারা সূত্র জানায়, বরগুনা জেলা কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দিদের রাখার যথাযথ ব্যবস্থার অভাব রয়েছে। এসব কারণে উর্ধ্বতন কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে রিফাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ পুরুষ আসামিকে বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রিয় কারাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়।
 
গত ৩০ সেপ্টেম্বর ব্যাপক আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনকে ফাঁসির আদেশ দেন আদালত। বাকী ৪ জনকে দেয়া হয় বেকসুর খালাশ। এরপর থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্তরা বরগুনা কারাগারে ছিলেন। তাদের মধ্য থেকে বৃহস্পতিবার মিন্নিকে কাশীমপুরে এবং শুক্রবার অপর ৩জনকে বরিশাল কেন্দ্রিয় কারাগারে স্থানান্তর করা হয়। 

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারী কলেজের প্রধান ফটকের সামনে শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে মুমূর্ষ আহত করে আসামিরা। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। রিফাতকে কোপানের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি দেশব্যাপী আলোচিত হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর