৩১ অক্টোবর, ২০২০ ১১:৩৮

নারায়ণগঞ্জে বিস্ফোরণে ৩৪ জনের প্রাণহানি; মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জে বিস্ফোরণে ৩৪ জনের প্রাণহানি; মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার

নারায়ণগঞ্জ শহরের বাইতুস সালাত জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবদুল গফুরকে (৬৫) গ্রেফতার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করে। গত ৪ সেপ্টেম্বর রাতে ওই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৪ জন প্রাণ হারিয়েছিলেন।

শুক্রবার রাত ১০টার দিকে তল্লা রেললাইন এলাকায় তার বাড়ির সামনে থেকে আবদুল গফুরকে গ্রেফতার করা হয়।

সিআইডি নারায়ণগঞ্জ অফিসের বিশেষ পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, আবদুল গফুরকে সিআইডির হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তে তার বিরুদ্ধে গাফিলতি ও অবহেলার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এর আগে তাকে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

গত ৪ সেপ্টেম্বর রাতের সেই বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে তিতাস গ্যাস, ডিপিডিসি ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবহেলাজনিত অপরাধে মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।  এ পর্যন্ত এই মামলায় তিতাস গ্যাস, ডিপিডিসি ও স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রিসহ মোট ১২ জনকে আটক করা হয়। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর