মহানবী হযরত (স.)-কে অবমাননার প্রতিবাদে রাজধানীতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত।
সমাবেশ থেকে ফ্রান্স সরকার নিঃশর্ত ক্ষমা না চাইলে সুন্নি মুসলিম জনতাকে নিয়ে ফ্রান্স দূতাবাস বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশ থেকে সংগঠনটির চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী এ হুঁশিয়ারি দেন।
সংগঠনটির নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আহলে সুন্নাতের নির্বাহী চেয়ারম্যান আল্লামা আব্দুল বারী জেহাদী, মহাসচিব আল্লামা সৈয়দ মসিহুদৌল্লা, ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এম.এ.মতিন, স.উ.ম আব্দুস সামাদ, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলিম রেজভী, ড. হাফেজ হাফিজুর রহমান, অধ্যক্ষ ড. এ.কে.এম. মাহবুবুর রহমান, অধ্যক্ষ ড. আফজাল হোসাইন, সৈয়দ মুজাফফর আহমাদ, আব্দুল মালেক বুলবুল, পীরে তরিকত মোহাম্মদ আলী পেশওয়ারী, মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, মুফতি জসিম উদ্দিন আল আযহারী, হাফেজ মাওলানা মনিরুজ্জামান আলকাদেরী, মোবারক হোসেন ফরায়েজী, অধ্যক্ষ ইসমাঈল নোমানী, আব্দুল হাকিম প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত