সাভারে এক ইতালি প্রবাসীকে গুলি করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার দিবাগত মধ্যরাতে সাভারে বিরুলিয়ার সেতুর উপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও ব্যক্তিগত গাড়িসহ অস্ত্র-গুলি জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন পটুয়াখালীর মোস্তাফিজুর রহমান (৩৮), বরিশালের নাসির (৩৮) ও আবদুল বারেক সিকদার (৪৫)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৪ সূত্র জানায়, গত ২৮ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জের সিরাজনগর বটতলী এলাকার ইতালি প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ইসলামী ব্যাংক সাভারের আমিনবাজার শাখা থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী সুমি আক্তার। সকাল সাড়ে ১০ টার দিকে প্রাইভেটকারটি ভাকুর্তা লোহার সেতু পার হয়ে ৫শ ফুট সামনে এগোতেই দুর্বৃত্তরা কয়েকটি মোটরসাইকেলে করে এসে তাকে ঘিরে ফেলে। এরপর কয়েকটি গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি আমানুল্লাহর বাঁ পায়ে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আঘাত গুরুতর না হওয়ায় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার থানায় মামলা করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে র্যাব। র্যাবের একটি দল ঘটনার দিনে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে বিরুলিয়ার সেতুর কাছ থেকে তিনজনকে আটক করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। তারা সবাই ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র্যাব তাদের কাছ থেকে একটি ব্যক্তিগত গাড়ি, দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ১২টি গুলি, একটি ছুরি, দুটি লোহার পাইপ ও লুণ্ঠিত ৫০ হাজার টাকা জব্দ করে।
শনিবার দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, র্যাবের হাতে আটক ব্যক্তিরা গত ২৮ অক্টোবর ভাকুর্তা এলাকা থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। থানায় হস্তান্তর করার পর তাদের টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।
বিডি প্রতিদিন/হিমেল