সামাজিক সংগঠনগুলোর মধ্যে সেতুবন্ধন ও পারস্পরিক সহেযাগিতার মাধ্যমে আলোকিত সমাজ গঠনের লক্ষে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ৫৬টি সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকিত সমাজ গঠনের প্রচেষ্টায় সংগঠন সমাবেশ-শীর্ষক আলোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়। বন্দর থানা সংগঠন সমাবেশ প্রস্তুতি কমিটি ‘মাদক-ধর্ষণ-খুনসহ সকল অন্যায় দূর করে আলোকিত সমাজ গঠনের প্রচেষ্টায় সংগঠন সমাবেশ’-শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
এসময় প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জেবউননেছা। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।
বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, খালেক মাস্টার ডায়বেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. এ কে শফিউদ্দিন আহমেদ মিন্টু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ মহানগর যুবসংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাবেশের সমন্বয়ক সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ ও ফরিদ আহমাদ রানা।
বিডি প্রতিদিন/হিমেল