দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ নানা দাবিতে রাজধানীর শাহবাগে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার সকাল ১০টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 'সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালী জাগো’ প্রতিপাদ্যে গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে সংখ্যালঘু জনগণের প্রতিনিধিত্ব করে এমন অন্তত দশটি সংগঠন অংশ নেয়।
এসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাংবাদিক আবেদ খান প্রমুখ।
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, দেশে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের উৎখাত করতে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালানো হচ্ছে। এসব সাম্প্রদায়িক ঘটনার আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন প্রশাসনের কিছু লোকজন। কারণ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে রাজাকার-আলবদর মতাদর্শের লোকজন রয়েছে। যে কারণে মাইকিং করে হামলা করার ঘোষণার পরও তা রুখে দেওয়া যায় না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন