করোনাকালে সেশনজট নিরসনসহ চার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি-বেসরকারি, সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ের রাস্তা আটকে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। এতে শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে যানজটের।
করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেয়ায় দাবি জানিয়ে আসছেন মেডিকেল শিক্ষার্থীরা। এসব দাবিতেই শাহবাগে কর্মসূচি পালন করছেন তারা।
গত ২৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজের (এমবিবিএস ও বিডিএস কোর্স) দ্বিতীয় ও তৃতীয় বর্ষ এবং পর্যায়ক্রমে প্রথম ও শেষ পর্ষের পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্ধারণ করে স্বাস্থ্যশিক্ষা অধিদফতর। করোনার কারণে প্রায় ৮ মাস ধরে মেডিকেল কলেজগুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ।
শিক্ষার্থীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা হলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। তা ছাড়া কোনো শিক্ষার্থী করোনায় সংক্রমিত হলে, পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তারা অন্যদের চেয়ে পিছিয়ে পড়বেন। পরীক্ষা দিতে গিয়ে কেউ করোনায় আক্রান্ত হলে তার দায় কর্তৃপক্ষককে নিতে হবে।
এর আগে একই দাবিতে ১ নভেম্বর শাহবাগ মোড়ে অবস্থান নেন মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর শতাধিক শিক্ষার্থী। তারও আগে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ