বরিশালে হরজিন সম্প্রদায়ের জন্য আধুনিক মানের বহুতল ভবন উদ্বোধন হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় নগরীর আমির কুটির এলাকায় নির্মিত ৬ তলা বিশিষ্ট সেবক কলোনী উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
উদ্বোধন হওয়া সেবক কলোনীতে হরিজন সম্প্রদায়ের ৪২টি পরিবার বসবাস করতে পারবে। একইভাবে নগরীর কাউনিয়ায় আরও দুটি সেবক কলোনী শিগগিরই উদ্বোধন হবে বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
হরিজন সম্প্রদায়ের সদস্যরা নগরী পরিস্কার-পরিচ্ছন্ন রাখেন। বিভিন্ন বাসা বাড়ির ময়লা-আবর্জনা অপসারণ, রাস্তাঘাট এবং ড্রেন পরিস্কার-পরিচ্ছন্ন করেন তারা। জনসাধরণকে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী উপহার দিলেও তাদের মাথা গোঁজার কোন সু-ব্যবস্থা ছিলো না এতদিন। পরিবার-পরিজন নিয়ে থাকতো খুপড়ি ঘরে। এবার তাদের জন্য আধুনিকমানের সুযোগ-সুবিধা সংবলিত বহুবল ভবনের ফ্লাট বরাদ্দ দিয়েছে সিটি করপোরেশন।
রবিবার বেলা সাড়ে ১২টায় নগরীর আমিরকুটির এলাকায় ৬ তলা বিশিষ্ট সেবক কলোনীর উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম ও মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬তলা ভবনের প্রতি তলায় ৮টি করে ফ্লাট রয়েছে। প্রতিটি তলার আয়তন ৩ হাজার ৮শ’ ২২ বর্গফুট। প্রতি তলায় ৮টি পরিবারকে দেয়া হয়েছে ৪৭৭.৭৫ বর্গফুট করে। প্রতিটি ফ্লাটে দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি বাথরুম এবং একটি বেলকনী রয়েছে। ভবনের নিচ তলায় খোলা জায়গা রাখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য। উদ্বোধনের পরপরই মোট ৪২টি পরিবারকে সেবক কলোনীর ৪২টি ফ্লাট বরাদ্দ দেয়া হয়।
আধুনিকমানের ফ্লাট বরাদ্দ পেয়ে খুশি সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী হরিজনরা।
হরিজনরা জানান, আগে তারা খুপড়ি ঘরে মানবেতর জীবন যাপন করতেন। এতে পরিবার-পরিজন নিয়ে তাদের নানা সমস্যা হতো। এখন আধুনিকমানের ফ্লাট পাওয়ায় তাদের জীবন মান আর উন্নত হবে। আধুনিক ফ্ল্যাট উপহার দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
নতুন নির্মিত সেবক কলোনীতে আধুনিক মানের সকল সুযোগ সুবিধা রয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
হরিজন সম্প্রদায়ের জন্য নতুন নির্মিত সেবক কলোনী প্রধানমন্ত্রীর উপহার বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। শিগগিরই নগরীর কাউনিয়ায় আরও দুটি সেবক কলোনী উদ্বোধন করে সেখানে হরিজনদের উন্নত জীবন নিশ্চিত করার কথা বলেন তিনি।
২০১৭ সালে ২৪ জানুয়ারী তৎকালীন মেয়র এই সেবক কলোনী নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন