একসঙ্গে নতুন দুটি ইঞ্জিন ওয়েল বাজারে নিয়ে এলো বিটিএল গ্রুপ। ৪ নভেম্বর রাজধানীর একটি তিন তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উন্মুক্ত করা হয় বিটিএল সেমি সিনথেটিক ২৫০০ ও ২০ লিটার বালতি ২০/৫০ নতুন ইঞ্জিন ওয়েল।
কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারাদেশের ডিলারদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজী টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর রোবায়েত ফেরদৌস এবং এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার নাজনীন আহমেদ ও চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাসসহ অনেকেই।
অনুষ্ঠানে বিটিএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল বাশার বলেন বিটিএল গ্রুপ, ‘২০১৩ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করেছে ইন্ডাস্ট্রিয়াল লুব্রিকেন্ট ২০৫ লিটার ব্যারেল বাজারজাত করণের মাধ্যমে গ্রাহকের ব্যাপক চাহিদা ও সাড়া পাওয়ায় নতুন দুটি ইঞ্জিন ওয়েল বাজারজাত করতে যাচ্ছে। বিটিএল গ্রুপ দেশে প্রথমবারের মতো স্টিলের ক্যান ও ২০ লিটার বালতি এই দুটি ইঞ্জিন ওয়েল।’
বিডি-প্রতিদিন/শফিক