পুরান ঢাকার বংশালের আগা সাদেক সড়কের একটি ভবনের চারতলা থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল পৌনে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম তাহেরা বেগম (৪৫)।
বংশালের আগা সাদেক সড়কের ৬২ নম্বর বাসার মৃত রহমত উল্লার মেয়ে তাহেরা।
নিহতের ভাই জামিল জানান, বিকালে ছাদে কাপড় আনতে গিয়ে অসাবধানতাবসত নিচে পড়ে যান তার বোন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ