রাজধানীর গুলশানে বাড়ির (২-এ ৯৫ নম্বর) সামনে অবস্থান করে আলোচনায় আসা সেই দুই বোন মুশফিকা ও মোবাশ্বেরার বাবা প্রয়াত মোস্তফা জগলুল ওয়াহিদের সব ব্যাংক হিসাবের লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গুলশানের ওই বাড়িতে থাকা জিনিসপত্র কোনো পক্ষই বাইরে নিতে পারবে না এবং দুই বোনের নিরাপত্তা অব্যাহত রাখতে গুলশান থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার এ আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ।
গুলশানে বাড়ির সামনে দুই বোনের অবস্থানের বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ২৬ অক্টোবর স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন হাইকোর্টের এই বেঞ্চ।
এরপর সেদিন রাতে পুলিশ দুই বোনকে ওই বাড়িতে তুলে দেন এবং নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়। ৩ নভেম্বর হাইকোর্ট দুই বোন ও তাদের বাবার দ্বিতীয় স্ত্রীর আঞ্জু কাপুরের সম্পত্তি দাবির সপক্ষে কাগজপত্র হলফনামা আকারে ৯ নভেম্বরের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেন। এ অনুসারে আজ বিষয়টি শুনানির জন্য ওঠে। শুনানি নিয়ে আদালত ৩ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ