রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে হিরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। আটকরা হলেন, মো. জহুরুল (৩৮), মো. সাদিউল হক (৪৪), হাজ্বী মোহাম্মদ আলী (৬৪) ও লাল মোহাম্মদ তারেক (২৬)।
এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। সোমবার পল্টন মডেল থানার নাইটিংগেল মোড় এলাকা থেকে তাদেরকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম।
তিনি জানান, আটকরা সীমান্তবর্তী এলাকা চাপাইনবাবগঞ্জ থেকে মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকার আসেন। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্টন এলাকা থেকে ১৫০ গ্রাম হিরোইনসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক