রাজধানীতে পেট্রোল পাম্পে কর্মরত এক কর্মচারীর শরীরে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন তার সহকর্মীরা। রিয়াদ হোসেন (২০) নামে ওই কর্মচারীকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ২৪ (নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে শ্যামপুর জুরাইনের সালাউদ্দিন পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
ওসি আরও জানান, এই ঘটনায় রিয়াদের বাবা একটি মামলা দায়ের করেছেন। মামলায় ইমনসহ অপর দুই অপারেটর ফাহাদ আহমেদ পাভেল (২৮) ও শহিদুল ইসলাম রনিকে (১৮) গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল