৩০ নভেম্বর, ২০২০ ২০:২৪
১ ডিসেম্বর থেকে অভিযান

সড়কে নির্মাণসামগ্রী রাখলে জেল-জরিমানা

অনলাইন ডেস্ক

সড়কে নির্মাণসামগ্রী রাখলে জেল-জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় মড়কের ওপর কোনো প্রকাশ নির্মাণসামগ্রী রাখলে দিতে হবে জরিমানা। হতে পারে জেল। সেইসঙ্গে নির্মাণসামগ্রী স্পট নিলামেও উঠতে পারে।

আজ সোমবার (৩০ নভেম্বর) বিকালে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন এ তথ্য জানান।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়ে, ‌‘এসব সামগ্রী  অপসারণে আগামী ১ ডিসেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ডিএসসিসি। এ আদালত পরিচালনা করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ’।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, ‘ডিএসসিসি মেয়রের নির্দেশে আগামী ১ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে এই অভিযান পরিচালনা করা হবে। অভিযানে প্রয়োজন অনুসারে জেল-জরিমানা ও স্পট নিলামের মাধ্যমে নির্মাণসামগ্রীর মালিক ও অবৈধভাবে রাস্তা দখল করে রাখা এসব নির্মাণ সামগ্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর