ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আবারও একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীত পাশের রাস্তার ওপর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী জানান, জগন্নাথ হলের অপজিট পাশে অবস্থিত বুয়েট স্কুলের গেটের ডান পাশের ড্রেনের রাস্তার ওপর থেকে গামছা দিয়ে মোড়ানো অবস্থায় একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, আসলে কে বা কারা নবজাতকের লাশটিকে এই জায়গায় ফেলে গেছে সেটি এখনও জানা যায়নি। শাহবাগ থানায় এটা নিয়ে একটি মামলা করা হয়েছে।
এর আগে, গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন