খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রবিবার সকালে এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়া হয়েছে।
এর আগে শনিবার সকালে ‘প্যাংক্রাইস’ রোগে অসুস্থতায় তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, মনিরুজ্জামান মনি ২০১৫ সালের জানুয়ারি মাসে প্যাংক্রাইস রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন, একই রোগে আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন