ঢাকার সাভার উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে থেকে সকাল পর্যন্ত অভিযানে সাভারের উলাইল এলাকা থেকে আহসান হাবিব (২৭) গ্রেফতার করা হয়।
এর আগে আশুলিয়ার জিরাবো পুকুর এলাকার আলমগীর হোসেনকে গ্রেফতার করে র্যাব-৩। তাদের কাছ থেকে উগ্র ধর্মীয় বই উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা এএফএম সায়েদ নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন