সিরাজুল আলম খানের (দাদা ভাই) শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তার শুকনো কাশি ও পা ফোলা রয়েছে। এ অবস্থায় আগামীকাল শনিবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বলে চিকিৎসক জানিয়েছেন।
তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নিয়মিত খোঁজ-খবর রাখছেন প্রফেসর ড. তাবলু আবদুল হানিফ।
এর আগে গত ১৩ জানুয়ারি (বুধবার) রাত ৮টার দিকে প্রথমে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সেখান তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ