২২ জানুয়ারি, ২০২১ ১৯:২৫

রাজধানীতে শীতার্ত মানুষের পাশে ‘দেশ প্রেমিক নাগরিক ফোরাম’

অনলাইন প্রতিবেদক

রাজধানীতে শীতার্ত মানুষের পাশে ‘দেশ প্রেমিক নাগরিক ফোরাম’

শীতবস্ত্র বিতরণ মুহূর্ত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশার পাশাপাশি বয়ে যাচ্ছে হীম শীতল বাতাস। এতে বেড়েছে শীতের তীব্রতা। এই শীতে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ। তবে শীতের শুরু থেকেই ঢাকা ও এর বাইরের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে। 

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাজধানীতে শীতবস্ত্র বিতরণ করলো সোশ্যাল অর্গানাইজেশন ‘দেশ প্রেমিক নাগরিক ফোরাম ও বন্ধুবর্গ সেবা সংগঠন’। আজ বিকালে শীতার্তদের উপহার হিসেবে কম্বল বিতরণ করে এর স্বেচ্ছাসেবীরা। 

এসময় সংগঠনের সভাপতি ও এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্যোক্তা সাইদুর রহমান টিপু বলেন, শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে বেকায়দায় পড়েছেন নিম্নআয়ের মানুষরা। একদিকে করোনা, অন্যদিকে শীতজনিত রোগের প্রকোপ। এমন সময় আমাদের প্রত্যেকেরই উচিৎ মানুষের পাশে দাঁড়ানো। এই ভাবনা থেকে আমাদের সংগঠন এই উদ্যোগ গ্রহণ করেছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর