আগামী মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ড ও থানা পর্যায়ের কমিটি গঠন করতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সম্মেলনের মাধ্যমেই সকল স্তরের কমিটি গঠন করা হবে। ৩১ জানুয়ারি এক অনুষ্ঠানে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্রুততম সময়ের মধ্যে থানা-ওয়ার্ড আওয়ামী লীগকে ঢেলে সাজানোর নির্দেশ দেন।
দলের হাইকমান্ডের নির্দেশনায় চলতি মাসেই বর্ধিত সভা করে মহানগরের ওয়ার্ড থানা কমিটির সম্মেলন করবে উত্তর দক্ষিণ আওয়ামী লীগ। বিতর্কিতরা যেন কমিটিতে না আসতে পারে সেদিকে সর্বোচ্চ নজরের কথা বললেন নেতারা ।
এদিকে ঢাকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, বহিরাগত কেউই কমিটিতে আসতে পারবে না।
২০১৯ সালের ৩০নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় এক বছর পর দুই ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরই ওয়ার্ড ও থানা আওয়ামী লীগকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা