রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মুকুল বেপারী (৪৫) ও রত্না বেগম (৩৫)।
আজ বৃহস্পতিবার রাতে মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে তাদের আটক করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম রেজাউল হক জানান, আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর